লোকাল ট্রেন চালানোর দাবিতে মল্লিকপুর সহ একাধিক স্টেশনে অবরোধ, ধুন্ধুমার

স্টাফ স্পেশাল ট্রেনে নিত্যযাত্রীদের উঠতে দিতে হবে, নতুবা লোকাল ট্রেন চালাতে হবে, এই দাবিতে মল্লিকপুর ও ঘুটিয়ারি শরিফ স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখানো হল। মল্লিকপুরে রেল পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ভাঙচুর করা হয় রেল পুলিশের গাড়ি।

বৃহস্পতিবার সকাল থেকে লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুর স্টেশনে অবরোধ শুরু হয়। আটকে পড়ে আপ ক্যানিং লোকাল স্টাফ স্পেশাল ট্রেন। একঘণ্টা পর অবরোধ তুলে দেয় পুলিশ। এর ঠিক পরেই মল্লিকপুর, বেতবেড়িয়া, ঘুটিয়ারি শরিফ স্টেশনে রেল অবরোধ শুরু হয়।

বুধবারও লোকাল ট্রেন চালুর দাবিতে অবরোধ চলে সোনারপুর স্টেশনে। এরপর অবরোধ উঠে যায়। স্পেশাল ট্রেনগুলিতে রেলের কর্মীরা ছাড়াও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ওঠার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ যাত্রীদের দাবি, তাঁদেরকেও উঠতে দিতে হবে স্পেশাল ট্রেনের

ইতিমধ্যেই লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্য সরকারের চিন্তা ভাবনা জানতে চেয়ে চিঠি দিয়েছিল পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। স্টাফ স্পেশাল ট্রেনে করোনা আবহে ভিড় বাড়ছে বলে অভিযোগ করা হয়েছিল।

Comments are closed.