স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, ভাল আছেন মীরাও, খবর হাসপাতাল সূত্রে

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। নিজের হাতেই খাবার খেয়েছেন তিনি। শুক্রবার ডাবের জল, স্যুপ সহ কিছু লিকুইড খাবার খেয়েছেন।

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের লেভেল ৯২ শতাংশ। মিনিটে ৩ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। বৃহস্পতি ও শুক্রবার বুদ্ধবাবুকে মিনিটে ৪ লিটার করে অক্সিজেন দিতে হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল।

শুক্রবার বিকেলে হঠাৎ করে বুদ্ধবাবুর শরীরে শর্করার মাত্রা কমে যায়। তাঁর শরীরে নল দিয়ে খাবার ঢোকানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু বুদ্ধদেববাবু তাঁতে রাজি হননি। তিনি নিজের হাতেই খেতে চেয়েছিলেন।

কয়েকদিন আগেই সস্ত্রীক করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে তিনি বাড়িতেই ছিলেন। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত সোমবার বাড়ি ফিরে আসেন মীরা ভট্টাচার্য। কিন্তু ২৫ মে অর্থাৎ মঙ্গলবার বুদ্ধদেবকে প্রবল শ্বাসকষ্ট হওয়ায় উডল্যান্ডস হাসপাতাল ভর্তি করা হয়। সে সময় শরীরে অক্সিজেনের মাত্রা ৮০ তে নেমে গিয়েছিল। ভর্তির পর বুদ্ধদেববাবুকে রেমডিসিভির ইনজেকশন দেওয়া হয়।

Comments are closed.