করোনা সংক্রমিত সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য, স্ত্রী ভর্তি হাসপাতালে

বুদ্ধবাবু এখন কিছুটা ভালো রয়েছেন। কিন্তু মীরা ভট্টাচার্যের অক্সিজেন লেভেল কিছুটা কম থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

এবার করোনা সংক্রমিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংক্রমণ ধরা পড়েছে তাঁর স্ত্রীর মীরা ভট্টাচার্যের শরীরেও।

মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে হোম আইসোলেসনে বুদ্ধদেববাবু।

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন গৃহবন্দি বুদ্ধদেব ভট্টাচার্য। এবার ভোট দিতে যেতে পারেননি। সম্প্রতি তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। করোনা পরীক্ষা করানো হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। স্ত্রীর শরীরেও উপসর্গ থাকায় তাঁরও টেস্ট করানো হয়। দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে।

জানা যাচ্ছে, বুদ্ধবাবু এখন কিছুটা ভালো রয়েছেন। কিন্তু মীরা ভট্টাচার্যের অক্সিজেন লেভেল কিছুটা কম থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন দলের কর্মী সমৰ্থকেরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল রাজ্য সহ গোটা দেশ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক সংক্রমণ ১৯ হাজার। কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৪৫ জন।

Comments are closed.