প্রশাসনের বার্তায় নজর রাখতে বলে কী ঘুরিয়ে তৃণমূলকে বার্তা রাজীবের?

মঙ্গলবার যশ নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা ট্যুইট করেন রাজীব

যশে মমতায় আস্থা রাখার কথা বললেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। তাঁর ট্যুইট নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

মঙ্গলবার যশ নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা ট্যুইট করেন রাজীব। নির্ভেজাল সতর্কবার্তা হলেও, রাজীবের ট্যুইটে ফের একবার জল্পনা তৈরি হয়েছে। ট্যুইটে রাজীব লিখেছেন, প্রশাসনিক বার্তা এবং ঝড় সংক্রান্ত সতর্কবার্তার দিকে নজর রাখুন। আর এই কথাতেই জল্পনার জন্ম হয়েছে। কারণ প্রশাসনে তো তাঁর পুরনো দল! তাহলে কি প্রাক্তন সেচ ও বনমন্ত্রী দুর্যোগে এখনও তৃণমূল নেত্রীর দিকেই তাকিয়ে রয়েছেন? তিনি কি ঘুরিয়ে তৃণমূলকে কোনও বার্তা দিলেন?

ডোমজুড়ে ভোটের হারের পর কার্যত অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন রাজীব। গুঞ্জন ছিল, অনেকের মতো রাজীব ব্যানার্জিও তৃণমূলে ফেরার চেষ্টা করছেন। কিন্তু মুখ খোলেননি অধুনা বিজেপি নেতা রাজীব ব্যানার্জি।

বিধানসভা ভোটের ঠিক মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন রাজীব ব্যানার্জি। তাঁর সঙ্গে রাজ্যের আরও দুই বিধায়ক, এক মেয়রকে নিয়ে অমিত শাহের পাঠানো চার্টার্ড প্লেন উড়ে গিয়েছিল দিল্লি।

বেশিরভাগ দলবদলু নেতার মত তিনিও পুরোনো কেন্দ্র ডোমজুড় থেকে জিততে পারেননি। তারপর রাজীব ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।

পর্যবেক্ষকদের একাংশের মতে সোনালী গুহ থেকে শুরু করে সরলা মুর্মু, ভোটের ফলের পর প্রকাশ্যে তৃণমূলে ফেরার আবেদন করেছেন। রাজীব ব্যানার্জি যদিও প্রকাশ্যে এখনও তৃণমূলের ফেরার ইচ্ছে প্রকাশ করেননি। তাহলে কি ট্যুইটে প্রশাসনে ভরসা রাখার কথা উল্লেখ্য করে প্রচ্ছন্ন বার্তা দিতে চাইলেন? প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Comments are closed.