উত্তর ২৪ পরগনার পর বাঁকুড়া, বিজেপির সোশ্যাল মিডিয়া গ্রুপ ছাড়লেন আরও চার বিধায়ক

বিজেপির নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের কোনও প্রতিনিধি না থাকায় উত্তর ২৪ পরগনার পাঁচ বিজেপি বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। এবার সেই দলে নাম লেখালেন বাঁকুড়ার চার বিধায়ক। জানা গিয়েছে, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, ইন্দাসের বিধায়ক নির্মল ধারা গেরুয়া শিবিরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি এই চার বিধায়ক। আবার বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি বিজেপির নতুন রাজ্য কমিটি তৈরী হয়েছে। সেই কমিটিতে নাম নেই উত্তর ২৪ পরগনার মতুয়া পরিবারের কোনও সদস্যের। এই নিয়ে জেলায় জেলায় বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।  এই অভিযোগে বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান উত্তর ২৪ পরগনার জেলার পাঁচ বিজেপি বিধায়ক। তাঁরা হলেন গাইঘাটায় বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। এরপরই বাঁকুড়ার ৪ বিধায়কও হোয়াটসআপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান।

এই বিষয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, অভিমান হওয়া আর দল ছাড়া দুটি আলাদা বিষয়। আমাদের উচিত তৃণমূলকে হটানোর চিন্তা করা। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উত্তর ২৪ পরগনার ৫ বিধায়কের সঙ্গেই কথা হয়েছে। কেউ দল ছেড়ে যাননি। শীঘ্রই তাঁদের সঙ্গে আলোচনা করে ঝামেলা মিটিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

Comments are closed.