খুশির খবর ! গত তিন মাসে প্রথম কমলো সোনার দাম, জানুন সর্বাধিক কতটা ছাড় পাবেন 

বিয়ের মরশুমে খুশির খবর। গত তিন মাসে রেকর্ড পরিমাণ হ্রাস পেল সোনার দামে। জানা গিয়েছে, গত এক সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম দেড় হাজার টাকা কমেছে। যার জেরে স্বাভাবিকভাবেই খুশি  সাধারণ গ্রাহকরা। দাম কমার খবরে বিক্রিও বেড়েছে সোনার। যদিও এদিন রুপোর দাম বেশ কিছুটা বেড়েছে। 

মাল্টিকমোডিটি এক্সচেঞ্জ বা MCX জানিয়েছে শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ০.৩% কমেছে। যার ফলে ১০ গ্রাম নতুন সোনা কিনতে হলে এদিন গ্রাহককে দিতে হবে ৫০ হাজার ১৫৪ টাকা। যদিও রুপোর দাম এদিন বেড়েছে। MCX-এ জানানো হয়েছে রুপোর দাম গ্রাম প্রতি ৩৫৯ টাকা বেড়েছে। 

ভারতের পাশাপাশি বিশ্ববাজারেও সোনার দামে এদিন পতন দেখা গিয়েছে। প্রসঙ্গত এর আগেও এপ্রিলের শেষ সপ্তাহে এবং মে মাসের প্রথম সপ্তাহেও সোনার দাম কিছুটা কমেছিল। কিন্তু গত তিন মাসে এই প্রথম সোনার দামে এতটা পতন হল। চলতি বছরে মার্চের শুরুতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকার আশেপাশে।   

Comments are closed.