রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন, আজই পারলে আলোচনায় বসুন; মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি রাজ্যপালের 

ফের একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়ে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজই অর্থাৎ বুধবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই চিঠি ট্যুইটও করেছেন রাজ্যপাল। রাজ্যপালের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যা তাঁকে উদ্বিগ্ন করেছে। যে কারণেই আজই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান। 

গত কয়েকদিনে রাজ্যে বেশ কয়েকটি নারী নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। হাঁসখালী ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর মধ্যেই মঙ্গলবার এবং বুধবার সিঙ্গেল বেঞ্চের এক বিচারপতির বেশ কিছু নির্দেশকে কেন্দ্র করে হাইকোর্টে আইনজীবীদের একাংশের মধ্যে তুমুল গন্ডগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই নিয়ে আইনজীবীদের এক দলের সঙ্গে আরেক দলের হাতাহাতিরও ঘটনা ঘটে। বুধবারও আদালত চত্বরে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ ঘিরে ধুন্দুমার পরিস্থিতির তৈরী হয়। রাজ্যপাল তাঁর চিঠিতে এই সমস্ত ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে, কলকাতা হাইকোর্টের মতো পবিত্র স্থানে যে বেনজির ঘটনা ঘটেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। 

Comments are closed.