সস্ত্রীক ভোট দিয়ে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল  

সস্ত্রীক ভোট দিয়ে বেরিয়ে এসে রাজ্যপাল জগদীপ ধনখড় নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন। রবিবার সকালে সস্ত্রীক প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে ভোট দেন তাঁরা।

রাজ্যপালের অভিযোগ, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়, পোলিং বুথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি শুধু নিরাপত্তারক্ষীদের নিয়ে ঢুকতে পারবেন। সেইমত আমার নিরাপত্তারক্ষীরা বাইরে আছে।

কমিশন জানিয়ে দিয়েছিল, যেসব রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী থাকেন। প্রচারের পর ভোট দান করতে যাওয়ার সময় থাকতে পারবেন না সেইসব নিরাপত্তারক্ষীরা। ভোটকেন্দ্রে নিরাপত্তাকর্মীদের প্রবেশাধিকার থাকবে না। কিন্তু প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী নয়।

রাজ্যে এই মুহূর্তে জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী ও ডায়মন্ডহারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রাজ্যপালের নিরাপত্তা জেড প্লাস শ্রেণিতে নেই। তাই তাঁকে নিরাপত্তারক্ষী বুথের বাইরে রেখেই ভোট দিতে হয়েছে।

Comments are closed.