দলের কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব; ভোট দিয়ে বেরিয়ে মন্তব্য অভিষেকের 

ভোট দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ভোট শেষে বেরিয়ে বিরোধীদের অশান্তির অভিযোগের জবাব দিলেন তিনি। তিনি সাফ জানান, কোথাও অশান্তির সঙ্গে তৃণমূল কর্মীরা জড়িয়ে থাকলে, ভিডিও ফুটেজ সামনে আনুন। ২৪ ঘন্টার মধ্যে দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

সেই সঙ্গে এদিন বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল সাংসদ। ভোট লুটের অভিযোগের পাল্টা তাঁর খোঁচা, নাচতে না উঠোন বাঁকা। ওঁদের অভিযোগ করা ছাড়া কোনও কাজ নেই। পাশাপাশি ত্রিপুরার পুরভোটে অশান্তির অভিযোগ তুলে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি।

এদিন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক ব্যানার্জি। ভোট দান শেষে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষন কথা বলেন। 

এদিন দুপুর দেড়টা নাগাদ পরিবারের সকলের সঙ্গে নিজের বুধে গিয়ে ভোট দেন কলকাতার বিদায়ী মেয়র তথা এবারের প্রার্থী ফিরহাদ হাকিম। তিনিও বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করেছেন।

এদিকে কলকাতার ভোটে অশান্তির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেই সঙ্গে ভোটে বেনিয়মের অভিযোগে রাজ্যপালের কাছেও যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। 

অশান্তি ছড়ানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূলও। ভোটে বেনিয়োমের অভিযোগ তুলে ১০০,১০১,১০২ এবং ১১০ এই চারটি ওয়ার্ডে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বামেরা। 

Comments are closed.