‘সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে’, শুভেন্দুর ইস্তফা নিয়ে ট্যুইট ধনখড়ের

শুভেন্দুর ইস্তফা পত্রের প্রাপ্তি স্বীকার করলেন রাজ্যপাল। শুক্রবার দুপুর ১ তা ৩৯ মিনিটে রাজ্যপাল নিজের হ্যান্ডল থেকে ট্যুইট করে একথা জানান। তিনি লেখেন, আজ দুপুর ১ টা ৫ মিনিটে শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র এসে পৌঁছেছে। চিঠিটি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা। সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হবে। 

তার কিছুক্ষণের মধ্যেই সংবিধানে এই সংক্রান্ত নিয়মনীতি ট্যুইট করেন জগদীপ ধনখড়। সেই ট্যুইটে লেখেন, সংবিধানের ১৬৪ নম্বর ধারায় মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল মন্ত্রীদের নিয়োগ করেন। 

Comments are closed.