‘বিজেপি সভাপতির উপর তৃণমূলের হার্মাদদের হামলা’, বিস্ফোরক ট্যুইট রাজ্যপালের

বিজেপি সভাপতির কনভয়ের উপর শাসক দলের ‘হার্মাদ’দের হামলা আসলে এই রাজ্যের নৈরাজ্য এবং ভেঙ্গে পড়া আইন-শৃঙ্খলার পরিচয়। ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্য পুলিশকে সরাসরি বললেন রাজনৈতিক পুলিশ। তাঁর অভিযোগ, তৃণমূলের গুণ্ডাদের মদত দিচ্ছে রাজ্য পুলিশ। একের পর এক ট্যুইটে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে আঙুল তুলেছেন।

এদিন পূর্বঘোষণা মাফিক তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সরিষা এলাকায় তাঁর কনভয়ে অতর্কিত আক্রমণ হয় বলে অভিযোগ। অভিযোগ, শিরাকোল-ডায়মন্ড হারবার রোডের উপরে বিজেপির সভায় আসা তিনটি গাড়িতে পরপর ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের সামনেই এই কাণ্ড ঘটে বলে বিজেপির অভিযোগ। জানা গিয়েছে ওই গাড়িগুলিতে ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। কৈলাস বিজয়বর্গীয় ও অনুপম হাজরাও ছিলেন বলে খবর। এই প্রেক্ষিতে একাধিক ট্যুইটে রাজ্য প্রশাসনকে কাঠগোড়ায় তোলেন রাজ্যপাল। তাঁর দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করে আগেই মুখ্যসচিব ও ডিজিপিকে সাবধান করেছিলেন তিনি। তারপরও এই ঘটনায় মমতার প্রশাসনকে একহাত নিলেন রাজ্যপাল।

Comments are closed.