স্বামীর পেশা কাগজ কুড়ানো, স্বাস্থ্যসাথী কার্ডে হার্টের ফুটোর অপারেশন করিয়ে বাড়ি ফিরলেন তরুণী

স্বাস্থ্যসাথী কার্ডে হার্টের অপারেশন করে বাড়ি ফিরলেন শ্রীরামপুরের বাসিন্দা জাবেদা বিবি। গত মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন জাভেদা বিবি। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে হার্টের অপারেশন হয় তাঁর। এরপর রবিবার বাড়ি ফিরে আসেন তিনি।

জানা গিয়েছে ছোট থেকেই হার্টে ফুটো ছিল জাভেদার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করা সম্ভব ছিল না। বিয়ে হয় শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়। পেশায় কাগজ কুড়ানোর কাজ করেন স্বামী সেক লোকমান। বিয়ের পরেও অপারেশন করা সম্ভব না হলেও স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন সেক লোকমান। কিন্তু ওষুধের দাম বেড়ে গিয়েছে। তাই আর চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না। কিন্তু হঠাৎ অবস্থার অবনতি হয়।

হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন জাভেদা বিবি। শুরু হয় শ্বাসকষ্ট। জাভেদা বিবির চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সেক লোকমান কথা বলেন স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক ইকবাল আহমেদের সঙ্গে। স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করানোর পর জাভেদাকে বাড়ি ফিরিয়ে এনে স্বামী সেক লোকমান জানিয়েছন, এত বড় নার্সিংহোমে অপারেশন করাতে পারবো ভাবতেই পারিনি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা ইকবাল আহমেদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরীব মানুষদের কথা চিন্তা করেই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন। তাই জাবেদা বিবি এই কার্ডের মারফত সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। রাজ্যের অন্যান্য মানুষরাও এই ঘটনায় অনুপ্রেণিত হবেন।

Comments are closed.