প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া নবান্ন, জেলায় জেলায় বিশেষ অফিসার নিয়োগ করল পঞ্চায়েত দফতর 

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এবার আরও কড়াকড়ি রাজ্য সরকার। যে কোনও রকম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে নবান্ন। যাতে যোগ্যরা আবাস যোজনার টাকা পায়, তা নিয়ে ইতিমধ্যেই একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য। এবার টাকা নয়ছয় রুখতে জেলায় জেলায় একজন করে অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য। সোমবারই পঞ্চায়েত দফতরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে।  

জানা গিয়েছে, প্রকল্পের টাকা যোগ্য ব্যক্তিরা পাচ্ছে কিনা, তা দেখতে প্রতিটি জেলায় একজন করে অফিসার নিয়োগ করছে পঞ্চায়েত দফতর। একজন করে সিনিয়র আইএএস অফিসার বা ডব্লুবিসিএস অফিসারকে নিয়োগ করা হচ্ছে। জেলা শাসক, মহকুমাশাসক, বিডিও ছাড়াও একজন করে সিনিয়র অফিসার প্রকল্পের দেখাশোনা করবেন। 

প্রায় আট মাস প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায়নি রাজ্য। বিরোধীদের দাবি, প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, যে কারণেই কেন্দ্র টাকা আটকে রেখেছিল। এবারে টাকা বরাদ্দের পাশাপাশি কেন্দ্রের তরফে রাজ্যকে একগুচ্ছ গাইডলাইনও দেওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের মতে, এবারে আর কেন্দ্রকে কোনও রকমের অভিযোগের সুযোগ দিতে চাইছে না নবান্ন। তার ওপরে পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে মরিয়া প্রশাসন। যে কারণেই রাজ্যের তরফে এই বাড়তি ব্যবস্থা। 

Comments are closed.