বউবাজারে ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ মেট্রোর কাজ, বিশেষজ্ঞদের রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ধসের ঘটনায় কাজ বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলল আদালত। এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকে প্রয়োজনীয় নথি এবং সামগ্রী সরিয়ে নিতে পারবেন বাসিন্দারা। হাইকোর্টের নির্দেশ, ক্ষতিগ্রস্ত বাড়ি প্রতি একজন করে বাসিন্দা ঢুকতে পারবেন ধ্বংসস্তুপে। এই সময়ের মধ্যে বিশেষজ্ঞরা পরিস্থিতি খতিয়ে দেখে নতুন করে নীল নকশা তৈরি করবেন। সেই রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে। আদালত রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবে। জনস্বার্থ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের।

এদিকে মঙ্গলবারও বউবাজার এলাকার কয়েকটি বাড়ির অংশ ধসে যায়। ইতিমধ্যেই এলাকার বাসিন্দাদের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। কাজে পরিকল্পনার অভাবের পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। সোমবার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments are closed.