বকটুই অগ্নিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের, আজই শুনানি 

রামপুরহাটের বকটুই গ্রামে অগ্নিদগ্ধ্ হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় বুধবার  স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, আজই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা। আদালত স্বতঃপ্রণোদিত মামলা করুক, এই আর্জি জানিয়ে মঙ্গলবার আবেদন করেছিল রাজ্য বিজেপি। 

বুধবার সকালেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। জানা গিয়েছে, আসানসোল হয়ে সেখানে পৌঁছাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ছাড়াও এদিন বকটুই গ্রামে যান সিপিএম নেতা বিমান বসু, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সকালে আগুনে ভূস্মিভূত বাড়িগুলি ঘুরে দেখেন মহম্মদ সেলিম। বুধবার রামপুরহাটে সিপিএমের তরফে একটি প্রতিবাদ মিছিল হওয়ার কথা। 

পুলিশ সূত্রে খবর, আগুনে পুড়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ২০ জনের মধ্যে নিহত তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের ভাইও রয়েছেন। মঙ্গলবার রাতের পর কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বকটুই গ্রাম। ঘটনার দিন রাত থেকেই গ্রামবাসীরা গ্রাম ছেড়ে অনত্র আশ্রয় নিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদিন সকালে তদন্তকারীদের পাশাপাশি ফরেন্সিকের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছেছে।   

Comments are closed.