প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার ফল, পাশের হার ১০০ শতাংশ

প্রকাশিত হল হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল। পাশের হার ১০০ শতাংশ। হাই মাদ্রাসা ছাড়াও আলিম ও ফাজিলেও পাশের হার ১০০ শতাংশই। করোনা আবহে এইবছর বাতিল হয় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতন মূল্যায়নের ভিত্তিতে প্রকাশ হয় ফলাফল।

বেলা ১২ টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারেন পড়ুয়ারা। এইবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৫০৭ জন। এদের মধ্যে ছেলে ছিল ১৬ হাজার ৫৭৬ জন আর মেয়ে ছিল ৩৯ হাজার ৯৩১ জন। ৮০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ৭৯৭। অন্যদিকে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ১৮৬ জন। সকলেই পাশ করেছে। ৯০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ৮৯৬। ফাজিল পরীক্ষার মোট পরীক্ষার্থী ৫ হাজার ৫৭৪ জন। এদের মধ্যে সবাই পাশ করেছে। এই পরীক্ষায় ৬০০ মোট নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ৫৭৪।

পরীক্ষার ফল পছন্দ না হলে পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। তবে সেইক্ষেত্রে ওইফলই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন।

Comments are closed.