পুরভোট নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি

পুরভোট নিয়ে ফের হাইকোর্টে গেল বিজেপি। মামলার শুনানি বুধবার। মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়ের হিয় বিজেপির পক্ষ থেকে। গেরুয়া শিবিরের দাবি, পুরভোটে ষড়যন্ত্র করা হয়েছে এবং রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে। এইসব অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বিজেপির তরফে। বুধবার সকাল ১০টায় এই মামলার শুনানি হবে।

বিজেপির মামলার মূল বক্তব্য, চার পুরনিগমের ভোট অবাধ ও সুষ্ঠুভাবে তো হয়নি। গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে। বহু ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের লড়াই করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট রয়েছে। এই পুরসভার ভোটে যাতে হিংসা না ছড়ায়, তাই শান্তিপূর্ণ ভাবে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছে বিজেপি।

যদিও মামলাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, যে কেউ হাইকোর্টে যেতেই পারে, তবে বিজেপি আদালতে যাওয়া মনে জনতার রায় মেনে নিতে পারছে না তা বোঝাই যাচ্ছে।

Comments are closed.