তিন বছর বয়সে ৩ মিনিটে ১০০ দেশ ও রাজধানীর নাম বলে দিতে পারছে এই ক্ষুদে

এই করোনাকালে অনেক ক্ষুদে হয়ে উঠেছে সেলিব্রেটি। বাড়িতে বন্দী থেকে বাবা-মারা অনেকটা সময় দিতে পারছেন ছেলে মেয়েদের। আর তাতেই ক্ষুদে দের প্রতিভা ফুটে উঠছে। ঠিক তেমন এক ক্ষুদে আলিপুরদুয়ারের প্রীতিশা দাস। সে মাত্র ৩ মিনিটে ১০০ দেশ ও রাজধানীর নাম বলে দিতে পারছে।

৩ মিনিটে ১০০ দেশ ও রাজধানীর নাম যেমন বলে দিচ্ছে সে, সেইসঙ্গে বেশ কিছু দেশের রাষ্ট্রনেতা, বিভিন্ন পুরস্কার প্রাপকদের নামও ঝরঝর করে বলে দিচ্ছে প্রীতিশা। ছোট ক্ষুদে জানিয়েছে, মা, বাবা দুজনেই তাকে পড়াশোনা করায়। ছোট প্রীতিশা মিষ্টি গলায় গানও করে। অনেক গানই তার মুখস্থ।

তার বাবা প্রীতম দাস কামাক্ষাগুড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করেন। তার মা আলিশা দাস ব্যানার্জি শিক্ষা সংক্রান্ত একটি সংস্থার সঙ্গে যুক্ত। ঘর বাইরে সামলিয়ে কীভাবে মেয়েকে সময় দেন, তা জানতে চাইলে আলিশা জানান, কাজের ফাঁকে হাজার ব্যস্ততার মধ্যে তিনি ঠিক সময় বের করে নেন। আর এই ছোট বয়সে মেয়েও খুব নিয়ম মেনে চলে। পড়াশোনা হোক বা অন্য কিছু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে ছোট্ট প্রীতিশা। এই নিয়ে বাবা মাকে বেশি কিছু বলতে হয়না কখনই।

মেয়ের এই মেধা ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগুক বলে প্রত্যাশা প্রীতিশার মায়ের। মাত্র দেড় বছর বয়সে ইংরেজি বর্ণমালার সব অক্ষর শিখে নিয়েছিল সে। ৩ বছর বয়সে অনেকে ভালো করে কথা বলতে পারেনা। আবার অনেকে আধো আধো ভাবে কথা বলে। কিন্তু প্রীতিশা এই বয়সে ১০০ দেশ ও রাজধানীর নাম বলে দিতে পারছে তাও আবার মাত্র ৩ মিনিটে। যা সত্যিই বিরল। এলাকার ছোট ক্ষুদের এই প্রতিভা দেখে গর্বিত আলিপুরদুয়ারবাসী।

Comments are closed.