লকডাউনে গরিব মানুষ এবং রাস্তায় কর্তব্যরত সরকারি কর্মীদের পাশে হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে বন্দি দেশবাসী। এই লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। কলকাতার বুকে এমন দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি। কলকাতার এই সংগঠন গরিব মানুষদের সঙ্গে সঙ্গে লকডাউন সফল করতে যে পুলিশ ও প্রশাসনের কর্মীরা সামনে থেকে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন, তাঁদেরও পাশে দাঁড়িয়েছে।
হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটির সেক্রেটারি প্রসেনজিৎ পোদ্দার বলেন, ২৬ এপ্রিল থেকে আমরা প্রথম দফায় ৫০০ ফ্যামিলি কিট বিলি করেছি, গরিব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার বন্দোবস্ত করেছি। আগামী দিনে আরও চেষ্টা চালাচ্ছি।
২৮ এপ্রিল সংগঠনের দ্বিতীয় পর্যায়ের কাজে গরিব মানুষ থেকে শুরু করে রাস্তায় টহলরত পুলিশ কর্মীদের জন্য দেড়শো প্যাকেট খাবার বিলি করেছে হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি।

১ এবং ৩ মে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের উদ্যোগ আরও বড়ভাবে আয়োজন করা হচ্ছে। ১ মে সংগঠনের অফিসের কাছাকাছি অঞ্চলে এবং ৩ মে শীতলাতলা কিশোর সঙ্ঘ, সংস্থার অফিস থেকে খাবারের প্যাকেট তুলে দেওয়া হবে গরিব মানুষদের হাতে।

Comments are closed.