মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত ঋষি কাপুর, শোকে মুহ্যমান বলিউড

বুধবার চলে গিয়েছিলেন ইরফান। বৃহস্পতিবার সকালে চলে গেলেন ঋষি কাপুর। বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের একটি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। ২০১৮ সাল থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন ঋষি। বছরখানেক আমেরিকায় চিকিৎসাও চলে কিন্তু শেষ রক্ষা হল না।

ঋষি কাপুরকে শেষবার দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দ্য বডিতে। বলিউডের কিংবদন্তি রাজ কাপুরের ছেলে ঋষি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মেরা নাম জোকার দিয়ে। শিশু শিল্পীর ভূমিকায়। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। ১৯৭৩ সালে প্রথম নায়কের চরিত্রে এলেন ঋষি। ছবির নাম ববি। ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ঋষি কাপুরের জুটি বক্স অফিসে ম্যাজিকের মতো কাজ করে। রাতারাতি তারকা হয়ে ওঠেন ঋষি। তারপর আর পিছন ফিরে দেখতে হয়নি কাপুর পরিবারের এই সন্তানকে। একের পর এক হিট তাঁকে নিয়ে যায় খ্যাতির হিমালয়ে।

বলিউডে শেষবার ঋষিকে দেখা গিয়েছিল ২০১৮ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ১০২ নট আউট ছবিতে।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেও আচমকাই চলে গেলেন ঋষি কাপুর। রেখে গেলেন স্ত্রী নীতু এবং পুত্র রণবীরকে। সেই সঙ্গে পড়ে রইল ঋষি কাপুরের গুণমুগ্ধ হাজার হাজার ভক্ত।

Comments are closed.