স্বাস্থ্যসাথী কার্ডে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হল রিকশা চালকের

স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন জীবন পেলেন এক রিকশাওয়ালা। হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পীতাম্বরচকের বাসিন্দা পেশায় রিকশাওয়ালা বাগাম্বর মাইতি। ৬৫ বছরের বাগাম্বর মাইতিকে একটি ষাঁড় আক্রমণ করে। তাঁর কোমর ভেঙে যায়।

প্রাথমিক ভাবে তাঁকে গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এক্সরে করে দেখা যায় কোমরের জয়েন্ট ভেঙে গিয়েছে তাঁর। পরিবারের সদস্যরা তাঁকে হলদিয়ার বি সি রায় হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে জানানো হয়, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করা ছাড়া সুস্থ হয়ে ওঠার আর কোনও উপায় নেই। অবশেষে পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার কথা জানায় হাসপাতালে। মাত্র ২ লক্ষ টাকা খরচ করে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয় তাঁর। ওই হাসপাতালের এক চিকিৎসক জানান, এই অপারেশন করতে বেসরকারি হাসপাতালে খরচ হত প্রায় ৩০ লক্ষ টাকা। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মাত্র ২ লক্ষ টাকায় ওই অপারেশন করা সম্ভব হয়েছে।

বি সি রায় হাসপাতালের সুপার বিধান রায় জানিয়েছেন, হলদিয়া বি সি রায় হাসপাতালে এই প্রথম হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের মতো জটিল অপারেশন করা হল। কয়েকদিনের মধ্যেই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। কয়েকমাস বিশ্রামে থাকার পর তিনি নিজের পেশায় ফিরতে পারবেন। বাগাম্বর মাইতির পরিবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বাগাম্বর বাবু জানিয়েছেন, রিকশা চালিয়ে সংসার চলে। কোমরের জয়েন্ট ভেঙে যাওয়ার পর ভেবেছিলাম টাকা আর রোজগার করতে পারবো না। কিন্তু পথ দেখালো স্বাস্থ্যসাথী কার্ড। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ।

Comments are closed.