গরীব ও পথশিশুদের সান্তাক্লজ সেজে উপহার দিচ্ছেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ

২ দিন ধরেই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন সান্তাক্লজ। পরনে লাল পোশাক মাথায় লাল টুপি। হাতে উপহারের ব্যাগ। বাজছে জিঙ্গল বেল। তিনি গরীব মানুষদের হাতে তুলে দিচ্ছেন কম্বল, শীতের পোশাক, আর পথশিশুদের হাতে দিচ্ছেন চকোলেট, কেক, পোশাক ও নানান ধরণের উপহার। বড়দিনের আগে এই ছবি প্রায় সব জায়গায় দেখা যায়। কিন্তু হুগলির ডানকুনি, গোবরা স্টেশন ও সংলগ্ন এলাকায় সবাই চমকে গিয়েছেন এই সান্তাক্লজকে দেখে। কারণ তিনি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি।

বড়দিনের আগে এই উপহার পেয়ে খুশি এলাকার গরীব মানুষ ও পথশিশুরা। এই বিষয়ে হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি জানিয়েছেন, এলাকার গরীবদের জন্য কোনও সান্তা আসে না। ওদের উৎসবে কোনও স্থান নেই। দূর থেকেই উৎসব উপভোগ করেন। তাই এই উদ্যোগ। নিজেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক বলেছনে তিনি। সারাবছর গরীব মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। তাই বড়দিনে তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন।

Comments are closed.