হাওড়ায় দেশের গভীরতম মেট্রো স্টেশন তৈরির কাজ শেষ

শেষ হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন তৈরির কাজ। দেশের গভীরতম মেট্রো স্টেশন হিসেবে হাওড়া জুড়ল ফুলবাগানের সঙ্গে।

গঙ্গার তলা দিয়ে ছুটে যাবে মেট্রো রেল, স্বভাবতই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু করোনা আবহে নির্মাণের কাজ বারবার ব্যাহত হয়। সব বাধা পার করে অবশেষে সেই কাজ শেষ হল। আর হাওড়া মেট্রো স্টেশনের কাজ শেষ হওয়ার পরেই তৈরি হল আর এক রেকর্ড। দেশের গভীরতম মেট্রো স্টেশন এখন এটিই। ভূপৃষ্ঠ থেকে গভীরতায় যা হার মানাবে দিল্লির হাউজ খাস স্টেশনকেও। মাটি থেকে ৩০ মিটার নিচে গেলে তবেই সন্ধান পাওয়া যাবে ঝাঁ চকচকে এই মেট্রো স্টেশনের। স্টেশনটি লম্বায় ২০৬ মিটার এবং প্রস্থে ৩৩ মিটার। অত্যাধুনিক এই স্টেশনে আছে ৪ টি প্ল্যাটফর্ম। ৫ সেকেন্ড অন্তর যেখানে ট্রেন চলতে পারে। সেইসঙ্গে রয়েছে ৩টি প্রবেশদ্বার এবং ১২টি লিফট। সঙ্গে আছে স্ক্রিন ডোর সহ অন্যান্য অত্যাধুনিক পরিষেবা। হাওড়া মেট্রো স্টেশনটি হাওড়া রেল স্টেশনের ঠিক নীচে তৈরি করা হয়েছে। এই স্টেশনে মাটির নীচে রয়েছে মোট ৫ টি তল।

দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান জেলার জন্য হাওড়া স্টেশনই কলকাতার প্রবেশদ্বার। এখন সেই স্টেশনের সঙ্গেই যুক্ত হল মেট্রো পরিষেবাও। তাই রেলযাত্রা আবার স্বাভাবিক ছন্দে ফিরলে নিত্য যাত্রীদের যথেষ্ট সুবিধা হবে বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Comments are closed.