কথা দিচ্ছি একজন ভালো মানুষ হব, তোমার সঙ্গে দেখা হবে স্বর্গে, যুদ্ধে নিহত মায়ের কাছে চিঠি খুদের

তোমাকে কোনওদিনই ভুলব না। আমাদের দেখা হবে স্বর্গে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত মায়ের কাছে এই চিঠি লিখল ৯ বছরের খুদে। এই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ছোট্ট ডায়েরির পাতায় গত ৮ মার্চ ওই চিঠি লিখেছিল সে। টুইটারে সেই চিঠির অংশ শেয়ার করেন ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রকের পরামর্শদাতা অ্যান্টন গারাশচেঙ্কো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে এক মাসেরও বেশি সময় ধরে। লক্ষাধিক মানুষ ইউক্রেন ছেড়েছেন। নিহত হয়েছে শয়ে শয়ে মানুষ। যুদ্ধ-বিধ্বস্ত এলাকার ধ্বংসাত্মক ছবি দেখা গিয়েছে। বোরোডিয়াঙ্কায় যুদ্ধে মারা গিয়েছে ছোট্ট মেয়েটির মা। সে নিজেও জানে যে কোনও সময় মৃত্যু হতে পারে তাঁরও। কিন্তু তবু মায়ের কাছে একজন ভালো মানুষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সে। চিঠিতে জানিয়েছে, স্বর্গে তার সঙ্গে দেখা হবে মায়ের। যেখানে মায়ের সঙ্গে সুখী হবে সে। অ্যান্টন গারাশচেঙ্কোর এই পোস্টে অনেকে জানিয়েছেন, এই শিশুটির মতন আরও অনেক শিশু আছে, যারা যুদ্ধে মা-বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে।

আরেকজন শিশুটিকে বাঁচানোর অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে এই শিশুটিকে বাঁচান, ভালো করার প্রবল ইচ্ছাশক্তি আছে ওর। মা ছাড়া যেটা করা খুব কঠিন। মাকে হারিয়েও সে আশাহীন নয়। এই ধরনের পোস্ট না করে একজন ভালো মানুষ হয়ে ওঠার ইচ্ছাকে সম্মান জানিয়ে শিশুটিকে সুস্থ জীবন দেওয়ার আবেদন করেছেন অনেকে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ( (UNHCR)-র কথায়,২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ৪.৫ মিলিয়নেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে। রবিবার পর্যন্ত ৪,৫০৩,৯৫৪ ইউক্রেন শরণার্থী ছিল। একদিনে যেটা ৬২,২৯১ বেশি হয়েছে। জাতিসংঘের এই সংস্থার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় সংখ্যক শরণার্থীর সংখ্যা এই প্রথম।

Comments are closed.