হাঁসখালির ঘটনা অত্যন্ত দুঃখজনক, দোষীকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারিতে রং দেখা হয়নি: মুখ্যমন্ত্রী 

হাঁসখালিতে কিশোরীর মৃত্যু নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেন, হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত খারাপ। তবে এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই। সেই প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জি বলেন, এই ঘটনায় ইতিমধ্যেই একজন দোষীকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলায় গ্রেফতারের ক্ষেত্রে কোনও রং দেখা হয়না। এই ঘটনাতেও কোনও রাজনৈতিক রং না দেখে গ্রেফতার করা হয়েছে। 

হাঁসখালি কাণ্ডে সংবাদমাধ্যমের একাংশকেও তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে কোনও ঘটনা ঘটলেও মিডিয়া দিয়ে, এজেন্সি দিয়ে চাপ দেওয়া হচ্ছে।  একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে, তাকে নিয়ে কেন টানা হচ্ছে? অত্যন্ত দুঃখজনক ঘটনা, ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই। সেই সঙ্গে ৫ তারিখ ঘটনা ঘটলেও কেন ওইদিনই থানায় অভিযোগ দায়ের করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। 

সোমবার বিশ্ববাংলা প্রাঙ্গণ উদ্ব্ধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠান থেকেই একাধিক ইস্যু নিয়ে সরব হন তিনি। তাঁর অভিযোগ, এখন রাজ্যে কিছু ঘটলেই তৃণমূলকে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রীর কথায়,  এখন বাংলায় সবাই তৃণমূল। কোনও ঘটনা ঘটলেও পুলিশ পদক্ষেপ নিচ্ছে। তৃণমূলের লোক হলেও তাঁকে রেওয়াত করা হচ্ছে না। 

Comments are closed.