নজির গড়ল IIT খড়গপুর; বছরে আড়াই কোটির চাকরি পেল পড়ুয়া! 

শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একাধিক নজির গড়েছে আইআইটি খড়গপুর। ফের একবার শিরনামে উঠে এসেছে দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠান। চলতি বছরে ক্যাম্পাসিংয়ের প্রথম দিনে কার্যত চাকরি বন্যা দেখা গেল খড়গপুর আইআইটিতে। তার মধ্যে অনেকেরই বেতন আবার বছরে ১ কোটি। এর মধ্যে এক পড়ুয়া বছরে আড়াই কোটি টাকার প্যাকেজ পেয়েছে এক বহুজাতিক সংস্থা থেকে। 

২০২২ সালে জব প্লেসমেন্ট সেশন শুরু হয়েছে আইআইটি খড়গপুরে। আর তাতেই একের পর এক চমক দেখা গেল। জানা গিয়েছে, বৃহস্পতিবার, ক্যাম্পাসিংয়ের প্রথম দিনেই ৭৮০-এর বেশি পড়ুয়া প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছে। যার মধ্যে দু’জন পড়ুয়ার বেতন বছরে ১ কোটি টাকার মতো। তবে ২ কোটি ৬০ লক্ষ টাকা বেতনের অফার পেয়ে সর্বচ্চ বেতনের অফার পেয়েছে এক পড়ুয়া। এখনও পর্যন্ত সংস্থাগুলোর করা সর্বচ্চ বেতনের অফার এটিকেই ধরা হচ্ছে। 

উল্লেখ্য প্রথম দিনই অ্যাপল, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিকের মতো প্রথম সারির ৩৪টি টেক জয়েন্ট কোম্পানি ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছে।

Comments are closed.