আমি যেখানেই যাই ভারত আমার সঙ্গে থাকে, পদ্মভূষণ পাওয়ার পর জানালেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই

৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল সুন্দর পিচাইকে পদ্মভূষণ দেওয়া হবে

পদ্মভূষণ পেলেন গুগল ও অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই। আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু টুইটারে জানান একথা। টুইটারে তিনি লেখেন, গুগল ও অ্যালফাবেট সিইও-কে পদ্মভূষণ তুলে দিতে পেরে খুবই আনন্দিত।

মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা ভারত ও আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। শুক্রবার সান ফ্লান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরকে এই সম্মান তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল সুন্দর পিচাইকে পদ্মভূষণ দেওয়া হবে।

ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করে ভারত সরকার। অন্যদিকে পদ্মভূষণ পুরস্কার পাওয়ার পর সুন্দর পিচাই জানিয়েছেন, পদ্মভূষণ দেওয়ার জন্য রাষ্ট্রদূত সান্ধু এবং ভারত সরকারকে ধন্যবাদ। ভারত সরকার এবং ভারতীয় জনগণের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ এই সম্মানের জন্য। যে দেশ আমাকে তৈরি করেছে, সেই দেশের কাছে এই সম্মান পেয়ে খুবই ভালো লাগছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার প্রশংসা করেন তিনি। বলেন, ডিজিটাল ইন্ডিয়া দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যেখানেই যাই, এই দেশ আমার হৃদয়ে থাকে। আমি ভাগ্যবান যে এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার মা, বাবার কাছে। পিচাই আরও বলেন, ভারত এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ অব্যাহত রাখব আমি।

সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরকে এই সম্মান তুলে দেওয়া হয়।

Comments are closed.