ফের মানবিক ভূমিকায় থানার ওসি, নিজের টাকায় হাসপাতালের রোগীদের দিলেন খাবার, মন কাড়লেন নেটাগরিকদের

ফের মানবিক ভূমিকায় দেখা গেল পুলিশকে। হাসপাতালের রোগীদের খাবার দিয়ে এলেন তিনি। তাও আবার নিজের রোজগারের টাকায় রোগীদের হাতে তুলে দিলেন দুপুরের খাবার। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার ওসি দেবদাস বিশ্বাসের এই মানবিকতার ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বড়ঞা গ্রামীণ হাসপাতালে যান দেবদাস বিশ্বাস। তাঁকে দেখে প্রথমে ঘাবড়ে যান হাসপাতালে থাকা ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কোনও কিছু তদন্ত করতে এসেছেন তিনি বলে মনে করেন সকলে। কিন্তু পরে দেখা যায় হাসপাতালের সব বিভাগ ঘুরে দেখছেন তিনি। দেখা যায় বিভিন্ন বিভাগে ভরতি থাকা রোগীদের ভর্তি থাকা রোগীদের হাতে তুলে দেন ভাত, ডাল, সবজি, রুটি এবং একটি করে পানীয় জলের বোতল। বড়ঞা থানার ওসি দেবদাস বিশ্বাস জানিয়েছেন, রাজ্য সরকার রোগীদের পাশে আছেন সবসময়। আমি একদিন নিজের টাকায় রোগীদের খাবার দিয়ে কর্তব্য পালন করেছি। হাসপাতালের এক রোগী জানিয়েছেন, আমরা তো প্রথমে পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখলাম উনি আমাদের পেট ভরে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। ওনার সম্পর্কে আমাদের ধারনা বদলে গেল। এইধরনের পুলিশ আধিকারিকের সমাজে খুব দরকার। এই বিষয়ে কান্দির স্বাস্থ্য আধিকারিক প্রণবকুমার মজুমদার জানিয়েছেন, সবসময় মানুষের পাশে থেকে কাজ করেন দেবদাস বিশ্বাস।

উল্লেখ্য, কান্দি মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে কান্দি মহকুমা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কয়েকদিন আগে। বড়ঞা থানার ওসি দেবদাস বিশ্বাস সহ কান্দি মহকুমা পুলিশ ও বড়ঞা থানার পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ফের তিনি হাসপাতালে থাকা রোগীদের সেবায় এগিয়ে গেলেন। যা নেটাগরিকদের মন কেড়ে নিয়েছে সহজেই।

Comments are closed.