দামি জুতো পরে জলে নামতে পারবেন না! অগত্যা সাংবাদিকের পিঠে চড়ে বসলেন, বন্যা পরিস্থিতি দেখতে এসে ভাইরাল বিজেপি বিধায়কের কীর্তি 

কার্যত জলের তলায় গোটা আসাম। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পুরো রাজ্য। এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা নির্দেশ দিয়েছেন, সব বিধায়ককে নিজেদের এলাকায় গিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়ে ভাইরাল এক বিজেপি বিধায়ক। বিধায়কের কাণ্ড দেখে রীতিমতো হেঁসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকরা। 

অসমের লামডিং কেন্দ্রের বিজেপি বিধায়ক শিবু মিশ্র নিজের এলাকায় গিয়েছিলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। কিন্তু বাধ সাধল বিধায়কের পায়ের দামি জুতো। অত দামি জুতোতে জল লাগলে তা নষ্ট হয়ে যাবে। হলোই বা বন্যা। দামি জুতো পরে জলে নামাতে নারাজ বিধায়ক। অগত্যা সঙ্গে থাকা এক সাংবাদিকের পিঠে চড়ে বসলেন তিনি। কাঁধে চড়েই উদ্ধারকার্যে ব্যবহৃত নৌকায় এসে উঠলেন বিধায়ক শিবু মিশ্র। আর এই দৃশ্যই মুহূর্তে ভাইরাল নেট পাড়ায়। নেট নাগরিকদের একাংশ ওই  সাংবাদিকের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছে। কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেসও। তবে এত কিছুর পরেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ওই বিধায়ক। তিনি জানিয়েছেন, পায়ে দামি জুতো থাকায় জলে নামতে পারেননি। উপায় না দেখেই ওই সাংবাদিকের সাহায্য নিয়েছিলেন। 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত অসমের ২৭ টি জেলা বন্যা কবলিত। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬.৬ লক্ষ মানুষ। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের তরফেও ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান ঘোষণা করা হয়েছে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও বিধায়কের কাণ্ডকারখানা স্থানীয় মানুষদের মুখেও হাসির রেখা ফুটিয়েছে। 

Comments are closed.