বিকেলে তৃণমূল ভবনে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক মমতার

জয়ের পর আর সময় নষ্ট নয়। তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা ব্যানার্জি। সোমবার তৃণমূল ভবনে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে কে কে মন্ত্রী হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে। আলোচনায় উঠে আসতে পারে করোনা মোকাবিলার কথা। পাশাপাশি করোনা আবহে শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে, সেই কথাও আলোচনায় উঠে আসবে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কোভিড সংক্রমণের জন্য এ বার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হবে রাজভবন। নতুন বিধায়কদের শপথের কাজ হবে পুরোটাই কোভিডবিধি মেনে।

এদিন বিকেলের ভার্চুয়াল বৈঠক থেকে দলনেত্রী আগামী দিনের বার্তা দেবেন। জয়ী বিধায়কদের নির্দেশ দেবেন তিনি, কীভাবে করোনা মোকাবিলার কাজ করতে হবে। এরপর সন্ধ্যে ৭ টায় রাজভবনে যাবেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে দেশে। বাংলাতে আংশিক লকডাউন জারি হয়েছে। সোমবার ২০০-র বেশি আসনে জয়ের পরেই মমতা ব্যানার্জি জানিয়েছিলেন,এখন প্রথম কাজ করোনা মোকাবিলা। তৃণমূল ভবনের বৈঠকে দলনেত্রী কী বার্তা দেন সেটাই এখন দেখার।

Comments are closed.