ডাক্তারি পাশ করেছিলেন, হয়েছিলেন IAS’ও; সব ছেড়ে এখন ২৬ হাজার কোটির ব্যবসার মালিক রোমান 

মাত্র ১৮ বছর বয়েস। যে বয়সে অনেক তরুণ-তরুণীই ভবিষৎ-এ কী করবেন ঠিক করে উঠতে পারেন না। তখনই ডাক্তারি জন্য মেডিক্যাল এনট্রান্স পরীক্ষা পাশ করে ফেলেছিলেন। একজন নামজাদা ডাক্তার হতেই পারতেন। কিন্তু মেডিক্যাল নিয়ে পড়াশোনায় মন বসলো না। ঠিক করলেন সিভিল সার্ভিস জয়েন করবেন। যেমন ভাবানা তেমন কাজ। ডাক্তারি পড়তে পড়তেই UPSC পরীক্ষায় বসলেন। সেখানেও সাফল্য। পাশ করে ফেললেন দেশের অন্যতম কঠিন পরীক্ষা। মাত্র ২২ বছর বয়সেই হয়ে গেলেন IAS অফিসার। IAS অফিসার হিসেবে চাকরিও শুরু করলেন। মধ্যপ্রদেশের এক জেলার জেলাশাসকের দায়িত্ব সামলান। কিন্তু তাতেও বেশি দিন মন টিকলো না। জেলা শাসকের মতো চাকরিও ছেড়ে দিলেন। ডাক্তার,IAS সব ছেড়ে শুরু করলেন নিজের ব্যবসা। যে ব্যবসার বর্তমান বাজার মূল্য ২৬ হাজার কোটি টাকা।

রোমান সাইনি। ভারতের অন্যতম তরুণ উদ্যোগপতি। ১৮ তে ডাক্তারি পাশ, ২২-এ IAS এবং বর্তমানে একটি এডু টেক সংস্থার অন্যতম মালিক। রোমান তাঁর আরও দুই বন্ধু গৌরব মুঞ্জল এবং হেমেশ সিংহকে নিয়ে এই এডু টেক কোম্পানি শুরু করেন। বর্তমানে যার খ্যাতি সারা দেশ জোড়া। রোমানদের সংস্থা মূলত সরকারি চাকরির জন্যই পড়ুয়াদের কোচিং দিয়ে থাকে। UPSC-এ সহ অন্যান্য সরকারি পরীক্ষার জন্য খুব অল্প খরচেই রোমানদের সংস্থা থেকে প্রস্তুতি নিতে পারছেন কয়েক লক্ষ চাকরি প্রার্থী। জানা গিয়েছে, বর্তমানে এডু টেক কোম্পানিটিতে ১৮ হাজার শিক্ষক পড়ান। এবং বর্তামনে রোমানদের সংস্থার বাজার মূল্য ২৬ হাজার কোটি টাকা।

রোমানের বাবাও একজন ইঞ্জিনিয়ার। মা গৃহবধূ। একটি সাক্ষাৎকার থেকে জানা যায়, ছোট থেকেই নিজের মতো কিছু করার স্বপ্ন দেখতেন রোমান। নিজের তৈরি রাস্তাতেই হাঁটতে চাইতেন। সেই মতোই ডাক্তারি বা ইউপিএসসি পাস করলেও নিজের স্বপ্নের তাগিদেই সব ছেড়ে ব্যবসা শুরু করেন। সঙ্গে পান বর্তমানে সংস্থার সিও গৌরব মঞ্জুলকেও। পেশায় ইঞ্জিনিয়ার গৌরবও বড় চাকরি ছেড়ে বন্ধুর হাতে হাত মেলান। আর তাতেই পাঁচ বছরের মধ্যেই সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করেছেন রোমান সাইনি এবং তার এডু টেক সংস্থা।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }