বিশ্ব সুন্দরীর মঞ্চে জয়জয়কার ভারতের, চেনেন বিউটি কুইন শ্রী সাইনিকে?

বিশ্বের দরবারে ফের একবার সেরার শিরোপা পেল ভারত। মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হলেন ভারতীয় বংশোদ্ভূত ইন্দো-আমেরিকান শ্রী সাইনি। পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওয়াস্কা হয়েছেন মিস ওয়ার্ল্ড ২০২১। দ্বিতীয় রানার আপ হয়েছেন কোট ডি আইভোরির অলিভিয়া ইয়াস।

বিশ্ব সুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠিত হইয়েছিল ১৬ মার্চ। সান জুয়ান পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান। ভারতের মানাশা বারাণসীও এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিলেন। প্রথম ১৩ জন প্রতিযোগীদের মধ্যে নিজের জায়গা করে নিতে পারলেও শেষমেশ তিনি ছিটকে যান। তবে শ্রী সাইনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যিনি মিস ওয়ার্ল্ড ২০২১ খেতাব জিতলেন। ১২ বছর বয়স শ্রী সাইনি বুকে পেসমেকার বসাতে হয়। ছোট বেলায় একটি গাড়ি দুর্ঘটনায় তাঁর পুরো মুখ পুড়ে যায়। ২৬ বছর বয়সী এই তরুণী সাংবাদিকতায় ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। বর্তমানে নিজের বাবার কোম্পানিতে বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।

ইউনাইটেড স্টেটের এডুকেশন সেক্রেটারি হওয়ার স্বপ্ন বিউটি কুইন শ্রী সাইনির। তিনি একজন নর্তকী। কমিডি অনুষ্ঠানে অংশ নিতেও ভালোবাসেন তিনি। এছাড়াও নিজের হার্টের অবস্থার কথা চিন্তা করে সাইনি একটি প্রজেক্ট চালু করেছেন। যেখানে তিনি কাজ করছেন মানুষের হার্ট ও মন নিয়ে। হার্ট ভালো রাখতে গেলে মানুষের মনকেও ভালো রাখতে হয়, সেই নিয়ে কাজ করছেন তিনি। কোভিডের সময় ভারতকে সাহায্য করতে ৫ লক্ষ ৬০ হাজার টাকাও সংগ্রহ করে দিয়েছিলেন তিনি।

এর আগে ২০১৯ সালে শেষ বার অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতা। সেই বছর মিস ওয়ার্ল্ড হন জামাইকার টোনি-আন সিং। ২০১৭ সালে ভারত থেকে মানুষী চিল্লার মিস ওয়ার্ল্ড হয়েছিলেন।

Comments are closed.