ক্লাস 11 ও 12 এর ছাত্রীদের জন্য বিজ্ঞান বৃত্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে বিজ্ঞানী এবং বিজ্ঞানের গবেষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তাঁর ঘোষণা এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীরাও রাজ্যের বিজ্ঞান বৃত্তি পাবে।
পাশাপাশি বিজ্ঞান সাধানায় গোটা বিশ্বের মধ্যে বাংলা আলাদা স্থান করে নিয়েছে বলে টুইটে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিজ্ঞানকে আরও উন্নত করতে রাজ্যের ছাত্রীদের জন্য ২০১৩ সাল থেকে ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ চালু করেছে রাজ্য সরকার।

এতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা মেধাবী ছাত্রীরা মাসে ২০০০ টাকা করে পান। বৃত্তির পাশাপাশি বই কেনার জন্য প্রতি বছর ২৫০০ টাকা পান। ৫ বছরের জন্য এই অর্থ সাহায্য করে রাজ্য সরকার।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এতদিন শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালেয়র পড়ুয়ারা এই সুযোগ পেতেন। এখন থেকে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও এই সুযোগ দেওয়া হবে।

Comments are closed.