‘৩ কোটির বেশি মানুষ দুয়ারে সরকারের সুবিধা পেয়েছেন’, রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট মমতা ব্যানার্জির

১৬ অগস্ট থেকে এখনও পর্যন্ত ৩ কোটির বেশি মানুষ এসেছেন দুয়ারে সরকার ক্যাম্পে। অত্যন্ত আনন্দ প্রকাশ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সকালে একটি টুইট করেন মমতা। সেই টুইটে তিনি পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন দুয়ারে সরকার শিবিরে আগত সকল রাজ্যবাসীকে।

২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় দুয়ারে সরকার প্রকল্প। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু সহ মমতা সরকারের সব প্রকল্পের সুবিধা পাওয়া যায় দুয়ারে সরকার ক্যাম্পে। ভোটপর্ব মিটতেই আবার চালু হয়েছে দুয়ারে সরকার। এই দুয়ারে এবার যোগ হয়েছে লক্ষীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও কৃষক বন্ধুর মতো এক গুচ্ছ নতুন প্রকল্প। নতুন প্রকল্পের মধ্যে লক্ষীর ভাণ্ডারের লাইন সবথেকে বেশি। বিভিন্ন জেলায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত বারের তুলনায় এইবার দুয়ারে সরকার ক্যাম্পে বেশি মানুষের ভিড় দেখা গেছে।

দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার প্রকল্পের কাজ গত ১৪ আগস্ট থেকে শুরু হয়েছে। ১০ দিনের মধ্যেই এই প্রকল্পে এক কোটির বেশি মানুষ আবেদন করেছিলেন। নিজেই এইকথা জানিয়ে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.