ISS পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলার ছেলে অর্ক মণ্ডল

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিসেস পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা অর্ক মণ্ডল। এই বছর আইএসএসে ১১টি শূন্যপদ ছিল। প্রথম স্থান পেয়েছেন অমিত কুমার। দ্বিতীয় স্থান পেয়েছেন অর্ক মণ্ডল আর তৃতীয় স্থান পেয়েছেন মণীশ কুমার।

পেশায় চিকিৎসক বাবা আর মা হাইস্কুলের শিক্ষিকা। ছোট থেকে মেধাবী অর্ক রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছেন। ২০১৮ সালে কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হন। মার্চ মাস থেকে বই ছাড়া আর কিছুই চিনতেন না অর্ক। ছিল না সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাকাউন্ট। পড়াশোনা ছাড়া আর অন্য কাজে ইন্টারনেট ব্যবহার করতেন না।

অর্ক জানিয়েছেন, এই সাফল্যের কৃতিত্ব শুধুমাত্র বাবা, মা। পড়াশোনার বিষয়ে সবসময় খেয়াল রাখতেন বাবা তারক মণ্ডল। স্কুল সামলে মুখে খাবার পর্যন্ত তুলে দিতেন মা। তবে চাকরির জন্য কলকাতাকেই বেছে নেবেন অর্ক বলে জানিয়েছেন। অর্কর সাফল্যে খুশি এলাকার মানুষ জন।

Comments are closed.