জিকা ভাইরাস নিয়ে সর্তকতা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের, নবান্নে বিশেষ কমিটি গঠন

করোনা ভাইরাসের মধ্যে নতুন আতঙ্কের নাম নিক ভাইরাস। কেরলে এক গর্ভবতী মহিলা জিকা ভাইরাস সংক্রমিত হওয়ার পরেই এই ভাইরাস রুখতে তৎপর রাজ্য সরকার।

জিকা ভাইরাস নিয়ে সর্তকতা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। শুধুমাত্র জিকা ভাইরাসের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে নবান্ন। সেই কমিটি এই ভাইরাস সংক্রান্ত নানা বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।

জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি গর্ভবতী মহিলাদের। তাই এই ভাইরাসের কোনও লক্ষণ দেখা দিলেই স্বাস্থ্য দফতরে যোগাযোগ করতে বলা হয়েছে।

জিকা ভাইরাসের জন্ম হয় মশার থেকে। এডিস মশার কামড় থেকে এই রোগ ছড়িয়ে পড়ে। দিনের বেলায় এই মশা কামড়ায়। গর্ভবতী মহিলারা এই ভাইরাসে সংক্রমিত হলে মারাত্মক ক্ষতি হতে পারে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কেরলের এক গর্ভবতী মহিলা জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর এসেছে। আর এরপরেই কপালে চিন্তার চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের। তাই করোনার মধ্যে এই রোগ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।

Comments are closed.