রাজ্যের সাংবাদিকরাও ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায়, জেলার সাংবাদিকদের সঙ্গে প্রশাসনকে যোগাযোগ রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
করোনা যুদ্ধে প্রথম সারির সৈনিক স্বাস্থ্যকর্মী কিংবা পুলিশের জন্য রাজ্য সরকারের তরফে ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করে দেওয়া হয়েছে। এবার সেই আওতায় এলেন সাংবাদিকরাও।
শুক্রবার মমতা ব্যানার্জি ঘোষণা করেন, রাজ্যের স্বাস্থ্যকর্মী কিংবা পুলিশ যেভাবে করোনা পরিস্থিতির মধ্যেও কাজ করে যাচ্ছেন, তাঁদের কথা বিবেচনা করে বিমা করা হয়েছিল। এবার তার আওতায় আসবেন রাজ্যের সাংবাদিকরাও।
অ্যাক্রিডেটেশন কার্ড আছে যাঁদের সেই সাংবাদিকরা এই সুবিধা পাবেন। জেলার সাংবাদিকদেরও বিমার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই সমস্ত জেলার সাংবাদিকদের কাছেও অনেক খবর থাকে। তাই তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের যোগাযোগ রাখতে হবে।
পাশাপাশি এদিন একটি ঘটনার কথা উল্লেখ করে ফের ফেক নিউজ ছড়াতে বারণ করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৬২।