বিশ্বজোড়া স্বীকৃতির মধ্যেই তীব্র আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়; প্রাক্তনীদের সাহায্য চাইলেন উপচার্য 

দেশ তো বটেই সারা বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম। বৃহস্পতিবারই QS World Ranking-এ বিশ্বের ৭০০ টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে যাদবপুর। আর সেদিনই প্রকাশ্যে এল বিশ্ববিদ্যালয়ের চরম আর্থিক সংকটের কথা। জানা গিয়েছে, অবস্থা এতই গুরুতর যে প্রাক্তনীদের কাছে সাহায্য চেয়ে চিঠি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। 

দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা খারাপ। তার ওপরে করোনা পর্বের পর বিশ্ববিদ্যালয়ের রোজগার কার্যত বাড়েনি। উল্টে অনেক ক্ষেত্রেই খরচ বেড়েছে বলে জানা যাচ্ছে। কর্তৃপক্ষ সূত্রে খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রাক্তনীদের কাছে সাহায্য চাইতেই হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি, রাজ্য ও কেন্দ্রের কাছ থেকে যে টাকা আসছে তা পর্যাপ্ত নয়। তার ওপরে রাষ্ট্রীয় শিক্ষা অভিযানের টাকাও আটকে রয়েছে। সেই সঙ্গে আবার কেন্দ্রীয় প্রকল্প RUSA-রও পুরো টাকা বিশ্ববিদ্যালয় পায়নি। জানা গিয়েছে, আর্থিক সংকটের হাত থেকে বেরিয়ে আসতেই প্রাক্তনীদের দ্বারস্থ হয়েছেন উপচার্য। ইতিমধ্যেই গ্লোবাল অ্যালামনি ফাউন্ডেশনের উদ্দেশে সাহায্য চেয়ে একটি চিঠি লিখেছেন সুরঞ্জন দাস। 

Comments are closed.