পয়লা বৈশাখ থেকেই কালীঘাট মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড, শ্যামাসঙ্গীতের সঙ্গে চলবে লাইটের খেলা

কালীঘাট মন্দিরের সৌন্দর্য বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই স্কাইওয়াকের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই শেষ হবে কাজ। আর এরমধ্যে পয়লা বৈশাখের আগেই মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য চালু হল লাইট এন্ড সাউন্ড। মন্দিরে ঢোকার আগেই দেখা যাবে এই লাইট এন্ড সাউন্ড।

বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধন করবেন এই লাইট এন্ড সাউন্ডের। সন্ধ্যা হলেই মন্দিরে ঢোকার দরজায় বেজে উঠবে শ্যামাসঙ্গীত। এছাড়াও বাজবে শঙ্খ, কাঁসর পুজোর ঘন্টার শব্দ। গানের সঙ্গে বদল হবে লাইটের রঙ।

মন্দিরের ঢোকার দরজায় বসানো থাকবে জায়ান্ট স্ক্রিন। সেখানে দেখানো হবে ৫১ টি সতীপীঠের মাহাত্ম। গোটা কালীঘাট চত্ত্বরকে সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আগামী দিনে ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে কালীঘাটকে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

Comments are closed.