গত বছর ডিসেম্বরে বলিউডের কমেডি কিং কপিল শর্মার জীবনে আসে নতুন অতিথি। বিয়ের এক বছরের মাথায় কপিলের জীবনে আসে তার প্রথম কন্যা সন্তান আনাইরা। দেখতে দেখতে কেটে গেলো প্রায় এক বছর। এই বছর এক বছর কমপ্লিট করে দুয়ে পা রাখলেন আনাইরা।
গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার মেয়ের জন্মদিন পালন করলেন কপিল ও গিনি। ইতিমধ্যেই সেই জন্মদিনের বেশ কিছু ছবিও আপলোড করলেন কপিল। মেয়ের জন্মদিনের ছবি দিয়ে কপিল লিখেছেন, ”প্রথম জন্মদিনে আমাদের লাডোকে ভালবাসা ও আশীর্বাদ পাঠানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ … গিন্নি এবং কপিল।” ছবি পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। এমনকি মেয়ে আনাইরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রিচা শর্মা, এষা গুপ্তা, নেহা কক্কর, মাহি ভিজ সহ আরও অনেক বলি সেলেব।