অভিনয়ের পাশাপাশি তিনি একজন সেবাকর্মীও, কিন্তু বর্তমানে তিনি কেবলই একটি জিবন্ত লাশ। ্তিনি হলেন শিখা মালহোত্রা। শাহরুখ খানের ‘ফ্যান’ এবং তাপসী পান্নুর ‘রানিং শাদি’-তেও দাপিয়ে অভিনয় করেছেন শিখা মালহোত্রা। কিন্তু দুদিন আগেই প্যারালিসিসে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন শিখা মালহোত্রা।
মুম্বইয়ের বালাসাহেব ঠাকরে কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন। সবই ঠিক ছিল, কিন্তু বৃহস্পতিবার আচমকাই স্ট্রোকে আক্রান্ত হন শিখা। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের ডানদিক ক্ষতিগ্রস্ত, পুরোপুরি বিকল হয়ে গিয়েছে। আগের থেকে তার শারীরিক অবস্থা আরো আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
চলতি বছরে তিনি হাসপাতালে বহু করোনা রোগীর চিকিৎসাও করেছেন। হাসপাতাল সূত্রের খবর, এর আগে ১২ বছর বয়সেও তিনি একবার প্যারালিসিসে আক্রান্ত হয়েছিলেন। তারপর বহু দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে যান। কিন্তু বর্তমানে তাঁর অবস্থা এতোটাই খারাপ, এখনো বলা মুশকিল।