বিশ্বভারতীর ৩ পড়ুয়াকে ক্লাস করার অনুমতি, উপাচার্যের ভূমিকার কড়া সমালোচনা হাইকোর্টের 

হাইকোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর ৩ পড়ুয়ারকে বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন স্থগিতদেশ দিল শীর্ষ আদালত। বুধবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি হয়। বৃহস্পতিবার থেকেই ওই তিন পড়ুয়াকে ক্লাসে যোগ দেওয়ার নির্দেশ দেয় কোর্ট। সেই সঙ্গে বিচারপতি মান্থার তাৎপর্যপূর্ণ মন্তব্য, লঘু পাপে গুরু দন্ড দেওয়া হয়েছে ওই তিন পড়ুয়াকে।  

এই গোটা ঘটনায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি বলেন, উপাচার্য নিজেকে আইনের থেকে বড় ভাবলে তাঁকে উপযুক্ত শিক্ষা দেবে আদালত। জাস্টিস মান্থা আরও বলেন, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপাচার্য বেশ কিছু বিরূপ মন্তব্য করেছেন। তাঁকে এসব থেকে বিরত থাকতে হবে। পড়ুয়াদের এখন পড়াশোনা করার সময়, তাঁদের সেই কাজ করতে দিতে হবে। পড়ুয়াদের রাজনীতিতে টেনে আনা উচিত নয়। 

পাশাপাশি এদিন বিশ্বভারতীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দেয় হাইকোর্ট। বিশ্বভারতী চত্বরে যে কোনও রকম অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয় আন্দোলনকারীদের।  

Comments are closed.