ভবানীপুরে প্রার্থী দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা, ২৪ ঘন্টার মধ্যে মত বদল করে ঘোষণা অধীর চৌধুরীর

ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের সামনে অধীর চৌধুরী বলেন, মমতার বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা, তাই এই কেন্দ্রে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরআগে সোমবার তিনি জানিয়েছিলেন, ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস। কিন্তু ২৪ ঘন্টা পেরোতেই না পেরোতেই সিদ্ধান্ত বদলের কথা জানালেন অধীর রঞ্জন চৌধুরী।

সাংবাদিদের সামনে অধীর চৌধুরী স্পষ্ট জানান, ভবনীপুরে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের অন্দরে দ্বিমত তৈরি হয়েছিল। একদল প্রার্থী দেওয়ার পক্ষে সায় দিয়েছিল। অপরপক্ষ জানিয়েছিল ওই কেন্দ্রে প্রার্থী না দেওয়া হোক। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে অল ইন্ডিয়া কংগ্রেসের কাছে সব তথ্য
পাঠানো হয়েছিল। সেখান থেকে জানানো হয়েছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেওয়া হবে না। ভবানীপুর ছাড়া ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচনে জঙ্গিপুর ও সামসেরগঞ্জেও তিন কেন্দ্রের মধ্যে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। জানা গেছে, সংযুক্ত মোর্চার হয়ে জঙ্গিপুর ও সামসেরগঞ্জে প্রার্থী দিতে পারে বামেরা। ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী দিতে পারে বামেরা। উল্লেখ্য, শনিবার ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তিন কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। ৩ অক্টোবর ভোট গণনা।

Comments are closed.