রাজ্যবাসী থেকে সমস্ত পুজো কমিটি আজ তাকিয়ে কলকাতা হাইকোর্টের দিকে। কী রায় দেবে আদালত?
আদালতের নির্দেশের পর রাজ্যের সমস্ত পুজো মণ্ডপের সামনে ‘নো এন্ট্রি’ বোর্ড, নির্দিষ্ট দূরত্বে গার্ডরেল-ব্যারিকেডের ব্যবস্থা করা হচ্ছে মঙ্গলবার থেকে। আদালতের নির্দেশ অনুযায়ী দর্শনার্থী মণ্ডপের ভিতরে ঢুকতে না পারলেও, বাইরে যদি ভিড় হয় তবে কীভাবে তা সামলানো হবে তা নিয়ে চিন্তায় প্রশাসন।
এই পরিস্থিতিতে সব নজর আদালতের দিকেই। ফোরাম ফর দুর্গোৎসব কমিটি পুজো নিয়ে সোমবারের রায়ের পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে। আজ বুধবার তার শুনানি হওয়ার কথা।
সোমবার হাইকোর্ট জানিয়েছে, সমস্ত মণ্ডপই কনটেইনমেন্ট জোন। কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। এই রায়ের জেরে ক্ষোভ প্রকাশ করেছে পুজো কমিটিগুলি।
Comments are closed.