প্রস্তুতি সারা, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব; নেতাজি ইন্ডোরে বসছে চাঁদের হাট 

সব প্রস্তুতি শেষ। আর কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই উদ্বোধনী অনুষ্ঠান হবে। এবারের প্রধান অতিথি থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার চমক থাকছে অতিথি তালিকায়। একঝাঁক তারকাকে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে।  

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবার অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরেই তাঁরা কলকাতা এসে পৌঁছবেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডার শারুখ খান। এছাড়াও মঞ্চে থাকবেন শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, রানি মুখার্জি, অরিজিৎ সিংহ প্রমুখ। জানা গিয়েছে, প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সিনে দুনিয়ার তারকাদের সঙ্গে তাঁকেও মঞ্চে দেখা যাবে। এছাড়াও টালিগঞ্জের একঝাঁক তারকাও থাকবেন। 

উৎসব কমিটির তরফে আগেই জানানো হয়েছিল, এবারে উৎসবে মোট ৪২টি দেশ থেকে ১০৭৮টি ছবি দেখানো হবে। এছাড়াও অমিতাভ বচ্চনকে নিয়েও একটি বিশেষ প্রদর্শনী রয়েছে। সব মিলিয়ে দীর্ঘ তিন বছর পর ফের একবার স্বমহিমায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  

Comments are closed.