এবার থেকে বিয়ে সহ সব সামাজিক অনুষ্ঠানের জন্য কম খরচে ভাড়া পাওয়া যাবে হাওড়ার ৪২ টি পার্ক

এবার থেকে হাওড়ার সবকটি পার্ক সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, আর্থিক সংকট থেকে মুক্তির জন্য এবার সবকটি পার্ক ভাড়া দেওয়া হবে। কম খরচে এইসব পার্ক ভাড়া দেওয়ার ফলে একদিকে যেমন উপকৃত হবেন সাধারণ মানুষ অন্যদিকে আয়ের মুখ দেখবে পুরসভা। হাওড়া পুর এলাকায় ৪২ টি পার্ক রয়েছে। যেগুলি রক্ষণাভেক্ষণ করে পুরসভা। এরমধ্যে চারটি পার্ক ভাড়া দেওয়া হয়। এই চারটি পার্ক হল জটাধারী পার্ক,তুলসী মিত্র উদ্যান,বিজয়ানন্দ পার্ক ও বকুলতলা পার্ক।

এবার থেকে সবকটি পার্ক ভাড়া দেওয়া হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। এই বিষয়ে পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, খুব কম খরচে এগুলি ভাড়া দেওয়া হবে। পুরসভার আয় বাড়ানোর জন্য ভাড়া দেওয়া হবে এগুলি। তবে মেনে চলতে হবে বেশ কিছু শর্ত। যেমন, উদ্যানের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা যাবে না।

এর আগেও রাজ্যের একাধিক পার্ক ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। এরমধ্যে অন্যতম হল জলপাইগুড়ির তিস্তা উদ্যান পার্ক। বছরের বিভিন্ন মরশুমে এই পার্কে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্যও ভাড়া দেওয়া হয় এই পার্ক। জলপাইগুড়ির তিস্তা উদ্যান পার্ক ছাড়াও উত্তরবঙ্গের আরও কয়েকটি পার্ককেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার কথা চলছে।

Comments are closed.