কলকাতা পুলিশের এসটিএফের জালে জেএমবির ৩ জঙ্গি

কলকাতা পুলিশের এসটিএফের জালে জেএমবি জঙ্গি সংগঠনের তিন নেতা। জঙ্গিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। এই তিনজনের মধ্যে মাথা হল নাজিউর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নথি। ফেরিওয়ালা হিসাবে বেশ কয়েকমাস ধরেই কলকাতার বিভিন্ন জায়গায় কাজ করছিল তারা।

গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। কলকাতা থেকে অন্য জেলায় পালানোর চেষ্টা করছিল, সেইসময় কোন একটি বাসস্ট্যান্ড থেকে শনিবার রাতে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।

কোনও জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না তাদের, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও সম্পর্ক আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান ধৃত জঙ্গিরা বড় মাপের নেতা।

অন্যদিকে রবিবার সকালে জঙ্গিদের নাশকতার ছক বানচাল করে উত্তরপ্রদেশ পুলিশ। ইউপি এসটিএফ বাহিনীও জেএমবি জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে। সেই জঙ্গিরা লখনউয়ে জঙ্গি হামলা করতে পারত বলে মনে করছে ইউপি পুলিশ। যোগী রাজ্যে যখন ধরা পড়েছে জঙ্গিরা, তখন কলকাতায় পুলিশের জালে জঙ্গি সংগঠনের নেতা।

জেএমবি জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। খাগড়াগড়কাণ্ড যার উদাহরণ। এরপর মালদা ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি।

Comments are closed.