প্রতি বছর প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

প্রতি বছর প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, এমনই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শনিবার নবান্নে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, প্রতি বছর প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পরীক্ষা হবে। শিক্ষক নিয়োগ করা হবে প্রাথমিক, উচ্চ প্রাথমিক দুটোতেই। পাশাপাশি তিনি এও জানান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা রাখা হবে।

এরআগে জানানো হয়েছিল প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে। এটপরেই শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। কয়েকদিন আগেই সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় হাইকোর্ট।

এদিন ব্রাত্য বসু বলেন হাইকোর্টকে ধন্যবাদ। স্কুল সার্ভিস কমিশনের তরফে ইন্টারভিউ নিয়ে সাংবাদিক বৈঠকে সব জানিয়ে দেওয়া হবে। আর এরপরেই জানা যায় আগামী সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ইন্টারভিউ হতে পারে। সাংবাদিক বৈঠক করে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা বলেন, নিয়ম মেনেই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রথমে ইন্টারভিউ ও তার পরে সেই ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে নিয়োগ হবে।

কমিশনের তরফে বলে দেওয়া হয়, এই নিয়ে যদি কোনও অভিযোগ থাকে, তবে স্কুল সার্ভিস কমিশনের দফতরে অভিযোগ জানাতে হবে।

শিক্ষামন্ত্রী ও কমিশনের এই ঘোষণার পরেই আনন্দ দেখা দিয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। আবার অনেকে অসন্তোষ প্ৰকাশ করে জানিয়েছেন, এরআগেও স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কথা বলেছে কমিশন। কিন্তু প্রতি বারই দুর্নীতির অভিযোগ উঠেছে।

Comments are closed.