বকটুই অগ্নিকাণ্ড: পদ্ম-বিধায়কদের গাড়ি দাঁড়াল শক্তিগড়ে, বিজেপির পিকনিক, কটাক্ষ কুণালের 

বকটুই গ্রামে অগ্নিকাণ্ডে ৮ জন গ্রামবাসীর ঝলসে মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। বুধবার ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। রামপুরহাট যাওয়ার পথে শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে দেখা যায় বিজেপি বিধায়কদের বাসটি দাঁড়িয়ে। সেখানে দেখা যায় কয়েকজন বিধায়ক ল্যাংচা খাচ্ছেন, কেউ কেউ গরম চায়ে চুমুক দিয়েছেন। আর এই ঘটনার ভিডিও পোস্ট করে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 

পর পর দুটি ভিডিও পোস্ট করে সম্পূর্ণ ঘটনাটিকে ‘বিজেপির পিকনিক’ বলে খোঁচা দিয়েছেন কুণাল। ট্যুইটে তিনি আরও লেখেন, গাড়ি,বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? ট্যুইটের শেষে তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, উল্লেখ্য ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন। 

ল্যাংচা দোকানের সামনে বিজেপির বাস থামা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তীব্র কটাক্ষ করেছেন। তাঁর কথায়, কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ (বুধবার) রামপুরহাট যাব বলেও যেতে পারলাম না। উল্লেখ্য মুখ্যমন্ত্রী এদিনই জানিয়েছেন বৃহস্পতিবার তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। তবে এই ঘটনায় বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

Comments are closed.