জেল থেকে লেখা সুদীপ্ত সেনের চিঠি ট্যুইট করে ফের শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের

সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ্যে এনে ফের একবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি করলেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র শনিবার একটি চিঠির কপি ট্যুইট করে দাবি করেন, চিঠিটি সুদীপ্ত সেনের লেখা। 

কুণাল ট্যুইটে লেখেন, চিঠিতে সুদীপ্ত সেন জানিয়েছেন শুভেন্দু তাঁর কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন। জনৈক রাখাল নামের এক ব্যক্তি যিনি বর্তমানে জেলহেফাজতে রয়েছেন শুভেন্দুর সহযোগী ছিলেন। 

ইডি, সিবিআইয়ের রাখালকে জিজ্ঞেসাবাদ করা উচিত। এবং তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে অবশ্যই গ্রেফতার করা উচিত বলে ট্যুইটে দাবি জানিয়েছেন কুণাল। 

উল্লেখ্য, দিল্লি সফর চলাকালীন কেন শুভেন্দু অধিকারী নারদা এবং সারদা মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে দেখা করেছিলেন তা নিয়ে কয়েকদিন আগেই ট্যুইটে প্রশ্ন তুলেছিলেন কুণাল। শুভেন্দু তুষার মেহেতার বাসভবনে ঢুকছেন এমন একটি ভিডিও পরে ট্যুইট করেন। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। 

নারদ মামলায় অভিযুক্তর সঙ্গে সিবিআইয়ের আইনজীবী কীভাবে বৈঠক করতে পারেন সে প্রশ্ন তুলে সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহেতাকে সরানোরও দাবি তুলেছে তৃণমূল। 

অন্যদিকে দিল্লি সফর শেষে কুণালের ট্যুইটের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা পাল্টা আক্রমণ শানান। বলেন, একজন জেলখাটা লোকের কোনও কথার উত্তর আমি দেব না।

সব মিলিয়ে শুভেন্দুর দিল্লি সফর এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে পুনরায় নারদা, সারদা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। 

TheBengalStory কুণাল ঘোষের ট্যুইট করা চিঠির সত্যতা যাচাই করেনি।

Comments are closed.